গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও বর্ণাঢ্য র‍্যালির শুভ উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার।

আজ ৮ নভেম্বর,  চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গণপ্রকৌশল দিবস ২০২৩ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

প্রকৌশলী জাফর আহমেদ সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব দেবদুলাল ভৌমিক এবং স্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সহ-সভাপতি জনাব আবু তাহের সহ অন্যান্য নেতৃবৃন্দ।