আগামী বুধবার থেকে টানা ৪৮ ঘন্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও এলডিপি

আগামী বুধবার থেকে আবারও সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)।

যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এই কর্মসূচি পালিত হবে বলে সোমবার (৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে দ্বিতীয় দফায় আগামী ৮ নভেম্বর থেকে  ও বৃহস্পতিবার পর্যন্ত এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ আজ সোমবার এই অবরোধের ঘোষণা দেন। যুগপৎ আন্দোলনে থাকা এ দলটি বিএনপিসহ অন্য দল ও জোটগুলোকেও এ কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিএনপি নেতা রিজভী বলেন, সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার ও একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ নভেম্বর অর্থাৎ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে আমি ঘোষণা করছি। এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ।বর্তমান চলমান ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য বিএনপিসহ সকল সমমনা জোট ও দলের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

অন্য দিকে কর্নেল অলি বলেন, এ সরকারকে বিদায় করতে হবে। একটু কষ্ট করে হলেও দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনুন। সাধারণ জনগণের প্রতি আহ্বান গাড়িগুলো রাস্তায় বের না করে আমাদের কর্মসূচিগুলি সফল করার জন্য সাহায্য সফল করার জন্য সকল নেতা কর্মীকে আহবান  জানিয়েছেন।