ঢাকায় বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ কনেস্টেবল হত্যার ঘটনায় জড়িত আরও একজন গ্রেপ্তার

গত ২৮শে অক্টোবর রাজধানী ঢাকার নয়াপল্টন এলাকায় বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ কনেস্টেবল আমিরুল ইসলাম হত্যার ঘটনায় সরাসরি জড়িত আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সর্বশেষ পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আপন আহমেদ বলে বৃহস্পতিবার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জুয়েল জানান।

তিনি জানান, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গ্রেপ্তারের বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এদিন বিকেল ৫টায় এই প্রেস ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিস্তারিত জানাবেন।

সরকার পতনের একদফা আন্দোলনে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি। একই সময়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছিল আওয়ামী লীগ। আর নিষেধাজ্ঞা অমান্য করেই মতিঝিলের দিকে মাঠে ছিল জামায়াতে ইসলামী।বিএনপির সমাবেশ চলাকালে এক পর্যায়ে দৈনিক বাংলা মোড়, কাকরাইল ও পল্টনসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। আগুন, ভাঙচুর ও ককটেল ছোড়া হয়। পিটিয়ে হত্যা করা হয় পুলিশের এক কনস্টেবলকে।