চট্টগ্রাম নগরীতে দূর্বৃত্তদের হামলায় চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপকুমার দাশআহত হয়েছে।
আজ ভোর ছয়টায় জিইসি থেকে সিএনজি যোগে অক্সিজেন যাওয়ার সময় সকালে দূর্বৃত্তদের হামলায় শিকার হয় তিনি।
জনাযায়, সিএনজি যোগে অক্সিজেন যাওয়ার সময় সকাল সাড়ে ছয়টায় রুবি গেইট এলাকায় অতিক্রম করার সময় একদল সন্ত্রাসী পাথর নিক্ষেপ করিলে চলমান সি এন জি টি উল্টে যায়। এতে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাটিরাংঙ্গা সরকারি ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার দাশসহ অধ্যাপক মুনিরুল আলমের কপাল ও শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত প্রাপ্ত হন। এবং তারা অল্পের জন্য প্রানে বেচে যান।
আহতরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্রনিন্দাসহ অনতিবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী তুলেছেন সচেতন মহল।






