কক্সবাজার ঘূর্ণিঝড় হামুনের আঘাতে তিনজনের মৃত্যু-ও গাছ পড়ে সড়কে গাড়িচলাচল বন্ধ

বঙ্গোপসাগরে উৎপত্তি ঘূর্ণিঝড় হামুন গত ২৪শে অক্টোবর সন্ধ্যা ৭ঃ০০ টা থেকে  কক্সবাজারের উপর দিয়ে প্রচন্ড বেগে বাতাস ও ঝড়োবৃষ্টিতে  ব্যাপক আকারে  ক্ষতি হয়ে গেছে কক্সবাজারের বিভিন্ন উপজেলা। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঝড়ো বাতাসে এসব উপজেলায় গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মূহীন  পড়েছে। ভেঙে গেছে নানা স্থাপনাও। বিদ্যুতের খুটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন উপজেলা। অধিকাংশ উপজেলায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে মোবাইলে যোগাযোগ বন্ধরয়েছে।

জানা গেছে, এই ঘূর্ণিঝড়ে কক্সবাজারে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. আব্দুল খালেক (৪০) ও চকরিয়ার বদরখালী ইউনিয়নে আসকর আলী (৫০)। তবে নিহত আরেকজনের বাড়ি মহেশখালীতে বলে খবর পাওয়া গেছে। গাছ ও দেয়াল চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানায়, শক্তি হারিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় হামুন সামনের ভাগ আঘাত হানে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে এবং  কক্সবাজারের কুতুবদিয়ার কাছ দিয়ে অতিক্রম করা শুরু করে এই ঘূর্ণিঝড়। এটি শেষ রাত নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল দিয়ে অতিক্রম সম্পন্ন করতে পারে।