নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডে তালা ভেঙ্গে সূর্যতরুন সমিতি থেকে ৪ লক্ষ ৯৬ হাজার টাকা একটি ল্যাপটপ একটি আইপিএস ব্যাটারি, মনিটরসহ ১টি কাউন্টিং মেশিন চুরি করা হয়েছে অভিযোগ তুলেছেন সমিতি কর্তপক্ষ। 
গত ১৬ অক্টোবর সোমবার দিবাগত রাতে সূর্যতরুন সমিতি থেকে এ চুরি করা হয় বলে অভিযোগ উঠে।
জানাযায়, সিসি ক্যামেরার সার্কিট বক্স সহ অফিসের চারটি আলমিরার তালা ভেঙে লক্ষ ৯৬ হাজার টাকা এবং অফিস থেকে একটি ল্যাপটপ, একটি আইপিএস ব্যাটারি, মনিটরসহ ১টি কাউন্টিং মেশিন চুরি করা হয় বলে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী চোরের ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ এবং ছবিতে প্রকাশিত চোরটিকে কেউ সন্ধান দিতে পারলে বা কেউ চিনে থাকেন বা চিহ্নিত করতে পারলে, এবং ধরিয়ে দিলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে ঘোষণা করে এবং সমাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। যোগাযোগের ঠিকানা – মোবাইল নম্বর ০১৭৯৭১৯৭৭৫৫ এ বিষয়ে বান্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।






