পঞ্চগড় জেলার বদেশ্বরী মন্দিরে মহালয়া ডিউটি তদারকি করেছেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা

পঞ্চগড় জেলার বদেশ্বরী মন্দিরে মহালয়া ডিউটি তদারকি করেছেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

গত ১৪ বোদা থানাধীন ৫নং বড়শশী ইউপি এলাকার বদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে মহালয়া- ২০২৩ এর অনুষ্ঠানের মন্দির চত্বর, স্নানঘাট, ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের করতোয়া নদী পথে নৌযোগে পারাপারের জন্য বদেশ্বরী ও মাড়েয়া ঘাটে সরেজমিনে  ঘাট পরিদর্শন সহ ডিউটি তদারকি করেছেন পঞ্চগড় জেলার পুলিশ।

পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) জনাব এস.এম. সফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব রুনা লায়লা, অফিসার ইনচার্জ বোদা থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।